মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনা by 5 5 people viewed this event. খুলনা বিভাগীয় অমর একুশে বই মেলা প্রাঙ্গণে ২২শে ফেব্রুয়ারী আলোর পথযাত্রী সংগঠন (আপস) এর আয়োজনে মাহবুবুর রহমানের লেখা বই শিক্ষক, শিক্ষার্থীদের অগ্রযাত্রার কলাকৌশল ও আপস পরিবারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি স্ববান্ধব আমন্ত্রিত। ২২শে ফেব্রুয়ারি ২০২৩ প্রাণের সংগঠন ‘আপস’ এর পরিবেশনা থাকছে খুলনা বই মেলা প্রাঙ্গনে ঠিক ৪.১৫ মিনিটে। উপস্থিত থাকবেন খুলনা শিক্ষা পরিবারের একঝাক নক্ষত্র। আপনিও স্ববান্ধব আমন্ত্রিত। আপস পরিবারের আয়োজনে মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন – ০১। খোঃ রুহুল আমিন, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা। ০২। মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। ০৩। মোঃ আব্দুল মোমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোতয়ালী, খুলনা। ০৪। রুমানাই ইয়াসমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, খানজাহান আলী, খুলনা। ০৫। মাহবুবা নাসরিন কেয়া, একাডেমিক সুপারভাইজার, কোতয়ালী, খুলনা। ০৬। মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রধান শিক্ষক, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ০৭। মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ০৮। মোঃ লিয়াকত হোসেন, প্রধান শিক্ষক, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ০৯। মিয়া তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, ডাঃ গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ১০। শেখ মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ১১। সাইফুল ইসলাম মল্লিক, কবি ও কথা সাহিত্যিক। ১২। শাহ জিয়াউর রহমান স্বাধীন, সাবেক প্রধান শিক্ষক, সিটি গার্লস স্কুল ও উপদেষ্টা আপস। ১৩। মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান, প্রতিষ্ঠাতা সভাপতি, আপস। ধন্যবাদন্তে, মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান সভাপতি (আপস) Register for event To register for this event email your details to alorpothojatriorganization@gmail.com Register using webmail: Gmail / AOL / Yahoo / Outlook Date And Time 2023-02-22 @ 04:00 PM to 2023-02-22 @ 05:00 PM Location খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার, বয়রা, খুলা Event Types Festival or Fair Share With Friends Facebook Twitter Linkedin Xing Pinterest