ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলার আমন্ত্রণে “পরিচ্ছন্ন হোক আমার শহর” কর্মসূচি তে আপস পরিবার

by
14 14 people viewed this event.
পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে ঘুরে বেড়াতে কেইবা অপছন্দ করে???
আমি, আপনিসহ সবাই-ই পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করি। কিন্তু দিনশেষে কি আমরা আমাদের আশে-পাশের জায়গা বা যেখানে অবসর সময় কাটাতে পছন্দ করি, সেই জায়গাটা পরিচ্ছন্ন রাখতে পারছি?
হয়তো আপনি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, কিন্তু দিনশেষে জায়গাটা সেই আবর্জনার স্তূপেই পরিণত হচ্ছে।
সুবিধা বঞ্চিত পরিবারের জীবন মান উন্নয়নে খুলনা শহরের এক পরিচ্ছন্ন কর্মসূচি তে… VBD- KHULNA এর আমন্ত্রণে Alor Pothojatri Organization (APOS) থাকবে আপনাদের সাথে। দেখা হবে ৭নং ঘাটের পরিচ্ছন্নতা কর্মসূচিতে।
আমরা আপস পরিবার আসছি, আপনি আসবেন তো?

তারিখঃ ২৫ নভেম্বর, ২০২২
স্থানঃ ৭ নম্বর ঘাট।
সময়ঃ বিকাল ৩:০০ টা।

নিঃসন্দেহে আপনার অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করবে।
বি দ্রঃ- ভলান্টিয়ার হিসাবে অংশগ্রহনে থাকছে সার্টিফিকেট। উক্ত ক্যাম্পেইন এ আপনাকে ও আপনার সহযোগী সকল স্বেচ্ছাসেবকদের আমন্ত্রণ।
Event registration closed.
 

Date And Time

2022-11-25 @ 03:00 PM to
2022-11-25 @ 05:00 AM
 

Registration End Date

2022-11-24

Share With Friends