খুলনা বিভাগের উন্নয়নের যাত্রায় সম্পৃক্ত হয়েছে ব্যক্তি, বন্ধু, প্রাতিষ্ঠানিক, এলাকা ভিত্তিক নানা সেচ্ছাসেবী , সামাজিক ও সাহিত্য সংগঠন।

তথ্য ফর্ম জমা দিতে ক্লিক করুন-

https://surveyheart.com/form/64514f460d253728df9780ad

তারা সকলেই নিজ নিজ জায়গা থেকে খুলনার উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনেক সংগঠন খুলনার গন্ডি পাড় হয়ে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। আমরা আলোর পথযাত্রী সংগঠন (আপস) এই সকল ছোট বড় সংগঠনকে একই ছাদের তলে একত্রিত করতে চাই। শুনতে চাই আপনাদের কথা আপনাদের পরিকল্পনার কথা।

আমরা প্রথমবারের মত খুলনাতে স্বেচ্ছাসেবক মিটআপ ও অ্যাওয়ার্ড এর আয়োজন করতে যাচ্ছি।

এজন্য আপনার সংগঠন এর তথ্য দিয়ে আমাদের এই ছোট আয়োজনে বড় ভূমিকা রাখুন।

 

তথ্য ফর্ম জমা দিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *