১৮ই এপ্রিল, ২০২৩ মঙ্গলবার খুলনা শহরের সামাজিক ও সাহিত্য সংগঠন আলোর পথযাত্রী সংগঠন (আপস) দৌলতপুর রেলস্টেশনে সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এসময় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিশুরা ঈদে নতুন জামা ও শিক্ষা উপকরণ পেয়ে অনেক খুশি হয়।

এসময় আপস এর উপদেষ্টা, সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলো। আপস এর প্রতিষ্ঠাতা সভাপতি রেদওয়ানুল ইসলাম রুহান বলেন – “আপস প্রায় সাত বছর ধরে খুলনার সুবিধা বঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, এছাড়া তরুণ স্বেচ্ছাসেবকদের মধ্যে মিল বন্ধনসৃষ্ঠিতে কাজ করছে, তারই একটি অংশ আপস এর এই পাঠদান প্রকল্প “।

আপসের প্রধান উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান স্বাধীন বলেন- ” একজন শিশু সর্বপ্রথম শিক্ষা পায় তার পরিবার থেকে। আর আমরা শিশুর এই শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রুপ দেবার জন্য এসেছি” একজন অভিভাবক বলেন- ‘আমরা তো অত জানি বুঝি না। আপনারা একটু আসেন তাতেই ভালো লাগে। ওদের পড়ালে আমরা একটু নিশ্চিন্ত থাকব।’

এই মানুষ গুলোর মত শিশুদের অনুভূতিও ছিলো ভালোলাগার মত। তারা আনন্দের সাথে জানতে ও শিখতে পারছে এটাই তাদের কাছে ভালো লাগা।

উল্লেখ্য যে, আলোর পথযাত্রী সংগঠন (আপস) দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে কাজ করছে। এর ভিতর অন্যতম তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মশালা প্রশিক্ষণ আয়োজন, নারীর জীবনমান উন্নয়নে হাতের কাজ প্রশিক্ষণ, সাহিত্য চর্চা, দাতব্য কর্মকান্ড সহ নানা বিধ সামাজিক ও সাহিত্য অনুষ্ঠান। যা সম্পূর্ণ আপসের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *