সুবিধা-বঞ্চিত শিশুদের পড়ালেখার হাতেখড়িটা না হয় আপসের হাত ধরেই হোক। আপস চাই সুবিধা বঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন হোক, হোক না একটু পরিবর্তন।
আপস পরিবারের উদ্যোগে আপস সদস্যদের সহযোগিতায় আপস দৌলতপুর শাখাতে “আপস সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান প্রকল্প- ২০২৩” এর স্টুডেন্ট সংগ্রহ চলছে। কাজ করছে একঝাক প্রাণবন্ত মানবিক প্রাণ আপস পরিবারের সদস্য।
তাদের কর্মে ভালো কিছু হোক, সত্য সুন্দর মাহত্বেে জয় হোক, জয় হোক আপসের।
আমাদের এই ভালো কাজের সাথে যুক্ত হতে পারেন আপনিও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *