আলোর পথযাত্রী সংগঠন (আপস) এর সকল সদস্যবৃন্দদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন

আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা ইতিমধ্যেই ২০২৩ সালের উপদেষ্টা কমিটি চূড়ান্ত করতে সক্ষম হয়েছি।

আজ এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন,
★মেজর, তৌহিদুর রহমান নেসার ( অবঃ সেনা কর্মকর্তা)
★মোঃ রফিকুল ইসলাম (প্রধান শিক্ষক)পল্লীমঙ্গল স্কুল
★শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন (প্রধান উপদেষ্টা) আলোর পথযাত্রী সংগঠন (আপস)।
আরো উপস্থিত ছিল আলোর পথযাত্রী সংগঠন (আপস) এর সদস্য বৃন্দ।

আমাদের গত মিটিং এ যে ৪ উপদেষ্টা কে প্রস্তাবনা করা হয়েছিল , আপনারা জেনে আনন্দিত হবেন যে, সে চারজনই আমাদের প্রস্তাব গ্রহণ করেছে,
এবং আমাদের আশ্বাস দিয়েছে যে তারা আলোর পথযাত্রী (আপস) সংগঠনের সাথে নিরলস ভাবে কাজ করে যাবে,

আজ, মেজর, তৌহিদুর রহমান নেছার ভাই এবং রফিকুর রহমান স্যার, আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে,অভিনন্দন জানাচ্ছি তাদেরকে।

মেজর তৌহিদুর রহমান নেসার আপস সংগঠনের কার্যক্রম সম্পর্কে কিছু দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে, আগামী রোজার ঈদ এবং কোরবানির ঈদে আমাদের কিছু কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা হবে এবং আরো পরামর্শ দিয়েছেন আমাদের উপদেষ্টা রফিকুর রহমান স্যার, বিভিন্ন স্কুল-কলেজে লো কস্ট বাজেটে ছোট ছোট কর্মসূচি উদ্যোগ গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন।

আমরা আশা করছি যে খুলনা শহরের, ২০২৩ সালে মডেল সংগঠন হিসেবে আপনাদের উপহার দিতে পারব।

আমি আমার আপস সংগঠনের সকল সদস্যকে অনুরোধ করব যে, তারা যেন আপস সংগঠনের সাথে থাকে এবং পাশে থাকে।

আর আমরা খুব শীঘ্রই , ফেব্রুয়ারি মাসে আপস সংগঠনের নতুন কমিটি গঠন হবে এবং আমরা আশা করছি সেখানে যোগ্য নেত্রীত্ব পাবো ইনশাআল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *