খুলনা শহরের ভিন্নধর্মী আইটি প্রতিষ্ঠান “ক্লাউড ইনিস্টিউট” সাথে আমরা আপস পরিবার ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হলো।
গতকাল বুধবার সন্ধ্যায় ক্লাউড ইনিস্টিউটের খুলনা অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ক্লাউড ইনিস্টিউটের হয়ে চুক্তি স্বাক্ষর করেন আবদুল্লাহ আল ফরহাদ এবং আপস এর হয়ে চুক্তি স্বাক্ষর করেন রেদওয়ানুল ইসলাম রুহান। এসময় উপস্থিত ছিল আপসের প্রধান উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান স্বাধীন সহ আপস সদস্য এবং ক্লাউড ইনিস্টিউটের কর্মকর্তা বৃন্দ।


এই চুক্তির মাধ্যমে আপস পরিবারের সদস্যরা ক্লাউড ইনিস্টিউটের সাথে যৌথ ভাবে চাকরি মেলা, কর্মশালা, ট্রেনিং, সেমিনার, সামিট, ফ্যাকাল্টি ট্যুর, স্কলারশিপ, চাকরি প্রদান সহ নানা ধরণের সুযোগ পাবে। আপস সদস্যদের নেতৃত্ব প্রদানের জন্য অভিজ্ঞতা অর্জন, উদ্যোগী মনোভাব তৈরি, সমাজের ইতিবাচক পরিবর্তে সৃজনশীল কর্মকান্ড বৃদ্ধিতে এই চুক্তি মূখ্য ভূমিকা পালন করবে বলে মনে করছি।
চুক্তির মুখ্য বিষয় –
১/আপস সদস্যের আইটি রিলেটেড সকল কোর্সে ৫৫% স্কলারশিপ প্রদান।
২/ আপস সদস্য ও সমমনা ইয়ুথদের মাসিক স্কিল ডেভেলপমেন্ট মূলক ওয়ার্কশপ ব্যবস্থা।
৩/ আপসের বিভিন্ন প্রোগ্রামে গেস্ট লেকচারার প্রোভাইট।
৪/ আপসের টেকনিকাল সুবিধা প্রদান।
৫/ আপসের গ্রাজুয়েট স্টুডেন্ট সদস্যদের চাকরির ক্ষেত্র তৈরি।
৬/ বিভিন্ন রিসার্চ ওয়ার্কে সাংগঠনিক সুবিধা প্রদান।
৭/ পারস্পরিক প্রোমোশন সুবিধা প্রদান।
আশা করি, আপস সদস্যের মেধা, মনন ও কর্মক্ষেত্র সৃষ্টিতে এই চুক্তি ব্যাপক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *