আপস দৌলতপুর শাখার কার্যক্রম শুরু, সদস্য সংগ্রহ চলছে।

খুলনা জেলাতে নিরলস সেচ্ছায় সুবিধাবঞ্চিত পরিবার ,পথচারী, পরিচ্ছন্নতামূলক, বিনামূল্যে শিক্ষাদান, জলবায়ু পরিবর্তন রক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে প্রায় ৬ বছর ধরে কাজ করে যাচ্ছে আলোর পথযাত্রী সংগঠন (আপস)। সংগঠন এর সদস্যদের আপস পরিবারের সদস্য বলা হয়। আপস পরিবারে সদস্য হতে পারেন আপনিও!
প্রতি বছরের মত এবছরও শুরু হয়েছে আপস পরিবার সদস্য সংগ্রহ ক্যাম্পিং। এই পরিবারের একজন বন্ধু হয়ে আপনিও সমাজ উন্নয়নে কাজ করতে পারেন।
সদস্য হতে করণীয়-
প্রথমে লিঙ্কে https://surveyheart.com/form/6384d158ef90cc41df18c8a6 প্রবেশ করে আপনার আবেদন ফরম পূরণ করুন।
আপনার করা আবেদন পছন্দ হলে, আমরা আপনাকে মেইলের মাধ্যমে একটি Whatsapp গ্রুপে যুক্ত হতে বলব। গ্রুপে এড হবার পর কমপক্ষে আপস পরিবারের ২ টি সাপ্তাহিক আড্ডা(মিটিং) এ অংশগ্রহণ করলে ওয়েবসাইট ভেরিফাই আইডি কার্ড দেওয়া হবে।
খুলনা জেলার সংগঠন এর মধ্যে একমাত্র আপস -এরই  নিজস্ব ওয়েবসাইট আছে।
আপসের সকল কার্যক্রম জানতে ভিজিট করুন – www.alorpothojatriorg.com
ফেসবুকে চোঁখ রাখুন: wwww.facebook.com/alorpothojatriorg
মোবাইল: 01992319315 (Whatsapp)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *