আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আপস পরিবারের দুইজনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার দেওয়া হয়েছে।

আজ ৫ই ডিসেম্বর, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আপস পরিবার আয়োজন করে একটি বিশেষ সভা। আপস ২০১৭ সাল থেকে সমাজের নানাবিধ সমস্যা সমাধানের কাজে সহায়তা করছে। আপসের এই পথচলার হাতিয়ার আপস পরিবারের স্বেচ্ছাসেবকরা। যারা নিজেদের মূল্যবান সময় ও আত্নত্যাগ দ্বারা আপসকে একটি পরিবারে রুপান্তরিত করেছে। আপস পরিবারের আজকের অবস্থানে আনতে তাদের অবদান অসমান্য।


তাদের কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আপস পরিবারের দুইজন সদস্যকে শ্রেষ্ঠ ভলেন্টিয়ার পুরষ্কার দেওয়া হয়। তারা হলেন আলোর পথযাত্রী সংগঠন (আপস) এর সাধারণ সম্পাদক কাজী নাজমুস সাকিব বর্ণ ও সংগঠন প্রতিনিধি হাসান মোহাম্মদ গালিব। তাদের হাতে উপহার তুলে দেয় সংগঠন এর সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান। তিনি বলেন- “আপস পরিবারের সকল সদস্যদের পরিশ্রমে আজ আপস একটি আবেগে পরিণত হয়েছে। সকল সদস্যদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে আপস পরিবার একটি বন্ধু সুলভ সংগঠন হয়ে উঠবে। আমি আপস পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ।”

আপস তার কর্মকান্ড দ্বারা সমাজ উন্নয়নে কাজ করবে সেই আশা ব্যক্ত করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *