২রা অক্টোবর, রবিবার আলোর পথযাত্রী সংগঠন (আপস) এর ক্যারিয়ার লিডারশীপ কর্মশালা প্রস্তুতি বিষয়ক বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কর্মশালার কার্যনির্বাহী ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে একটি কর্মশালা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

খুলনা শহরের ভিন্নধর্মী সমাজসেবী সংগঠন “আপস” এর উদ্যোগে প্রশিক্ষিত দক্ষ সেচ্ছাসেবী গঠনের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যেকোনো সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা এই কর্মশালাতে অংশগ্রহণ করতে পারবে।

  • কর্মশালা বাস্তবায়ন কমিটির তালিকা

আহ্বায়ক                                           সাদী রহমান
             রেজিষ্ট্রেশন আপ্যায়ন
                                                                         হাসান মোহাম্মদ গালিব
মেহেদী হাসান
              সার্টিফিকেট প্রস্তুত
                                                                         নাজমুস সাকিব বর্ণ
মোঃ তাজ বাবু

 

উক্ত  সভাতে গৃহীত সিদ্ধান্ত সমূহ

  1. সংগঠনের সকল সদস্যের কর্মশালাতে রেজিষ্ট্রেশন বাদ্ধতা মূলক।
  2. সাধারণ সদস্যদের রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা এবং কমিটির সদস্যদের রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়।
  3. কর্মশালার প্রস্তাবিত বাজেট ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়। সম্ভাব্য আয় ২,০০০ টাকা। এবং বাকি ২,০০০ টাকা কমিটির সদস্য, উপদেষ্টা ও দাতা সদস্যদের থেকে সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।
  4. আগামী ৪ঠা অক্টোবর, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে অনলাইন প্লাটফর্ম (Zoom)  এ বিশেষ প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হবে।
  5. সংগঠন এর বাইরে বিভিন্ন সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা কর্মশালাতে অংশ নিতে পারবে।
  6. কর্মশালার বিষয়বস্তু ও প্রচার পত্র অনুমোদন।

 

 

এস এম সাদি রহমান
আহ্বায়ক (ক্যারিয়ার ও লিডারশীপ কর্মশালা-২০২২)

 

—————————————————————————————————————————————–

আলোর পথযাত্রী সংগঠন (আপস)
একটি অরাজনৈতিক সমাজসেবী সংগঠন

ক্যারিয়ার লিডারশীপের ধারণা বিষয়ক বিশেষ কর্মশালা২০২২

প্রচার পত্র

খুলনা শহরের ভিন্নধর্মী সমাজসেবী সংগঠন “আপস” এর উদ্যোগে প্রশিক্ষিত দক্ষ সেচ্ছাসেবী গঠনের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যেকোনো সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা এই কর্মশালাতে অংশগ্রহণ করতে পারবে।
কর্মশালা শেষে সবাইকে প্রশিক্ষিত সেচ্ছাসেবী সার্টিফিকেট দেওয়া হবে।
কর্মশালার বিষয়বস্তু:

  1. ক্যারিয়ার প্রতিষ্ঠার সুকৌশল
  2. সংগঠন ও লিডারশীপ
  3. জেন্ডার পলিসি
  4. উপস্থাপনা
  5. নৈতিকতা ও মূল্যবোধ

প্রশিক্ষক:

  • রফিকুল ইসলাম
    প্রধান শিক্ষক, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়,খুলনা
  • শাহ্ জিয়াউর রহমান স্বাধীন
    স্কুল অ্যাম্বেসেডর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ
    প্রধান উপদেষ্টা, আলোর পথযাত্রী সংগঠন (আপস)
  • এস এম সাদি রহমান
    আবৃত্তিকার ও নির্বাহী সদস্য, আলোর পথযাত্রী সংগঠন (আপস)
  • মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান
    ইয়ুথ লিডার ও সভাপতি, আলোর পথযাত্রী সংগঠন

Registration Link: https://surveyheart.com/form/62fe3c47d981987dcef2bd16

রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ১১ই অক্টোবর, ২০২২।

Web link: www.alorpothojatriorg.com

Mobail: +8801992319315 (WhatsApp)

Email : alorpothojatriorganization@gmail.com

আয়োজনে: আলোর পথযাত্রী সংগঠন (আপস)

বিঃদ্রঃ আবেদন সফল হলে মেইল ও ফোন এর মাধ্যমে পরবর্তী ধাপ জানানো হবে।

 

 

এস এম সাদি রহমান
আহ্বায়ক (ক্যারিয়ার ও লিডারশীপ কর্মশালা-২০২২)

2 thoughts on “ক্যারিয়ার ও লিডারশীপের ধারণা বিষয়ক বিশেষ কর্মশালা-২০২২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *